(কবি শ্রাবণী সিংহের ‘অনুরোধ তোমায়’ কবিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কবিতা। আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই কবিতা পড়ার আগে কবি সিংহের পাতায় গিয়ে 'অনুরোধ তোমায়' কবিতাটি একবার পড়ে নেবেন।)
স্নিগ্ধতার ডানা মেলে
বর্ষা আসুক অাজ
ক্লান্তি ভুলে শুধু একবার
প্লাবিত হোক মন।
ক্ষয়ে যাওয়া হৃদয় তটভূমে ভাসুক
কাগজের নৌকো। ছিঁড়ে যাক পাল:
উতলা দামাল হাওয়ায়।
সব অভিযোগ ধুয়ে ফেলে
বৃষ্টি নামুক অবিরাম : অবিরাম ভার
হরপা বানে ভেসে যাক একবার।
জীর্ণতার ধ্বজা উড়িয়ে
কল্পনারা নিয়েছে ছুটি
গল্পেরা আসে না তাই–
ফুটিফাটা হৃদয়ে। বর্ষাআসুক
এইবার প্লাবিত হোক মন।
ঘন কালো মেঘ দহন হানুক বুকে;
কাদায় মাখামাখি হোক কান্না ঝড়া রাত।
আর রাস্তার জমা জলে
মোচার খোলায় ভেসে বেড়াক–
আমার বানভাসি কবিতা।