তোর জন্য হাঁটতে পারি হাজার বছর,
হিমালয় কেটে রাজপথ বানাবো তোর জন্য;
তুই চাইলে চেরাপুঞ্জি থেকে মেঘ ধার করে-
বৃষ্টি নামাতে পারি গোবী সাহারায় বুকে।
শুধু একবার বল জ্যোত্স্না,
তুই অমাবস্যার আাঁচলে মুখ লুকাবি না।
(আবদার কবিতায় আপনাদের নির্ভেজাল প্রশংসার পর আবদার-২ লিখতে অনুপ্রাণিত হলাম)