রঙের উপর রঙ সাজাই
আমার ঘর রাঙাতে চেয়ে,
ঘর আরও ঝাপসা হয়
সব রঙ আজ তোমার পরে।
রামধনুর রঙ তুলিতে নিয়ে
চেনা ছবিও অাঁকতে গিয়ে
সব মুখই আজ ঝাপসা দেখি
তোমার মরচে পড়া রূপের ভিড়ে।
তোমার চোখের কাজলে অাঁকা ব্যথা
আমার চোখের তারায় মেলাতে গিয়ে,
গুলিয়ে ফেলি সকল কথা
প্রেম ভেসে যায় চোখের জলে।
ভুলতে চেয়ে তোমার কথা
সব ভুলে যাই ভোলার দায়ে,
ভুবন ভোলা শূন্য ঘরে
তুমি থাক একলা হয়ে।