তুমি এক টুকরো পাথর চেয়ে দেখো
আমি পবনদূত হয়ে গন্ধমাদন উপহার দেব।
তুমি এক টুকরো বরফ চেয়ে দেখো
আমি তোমার সামনে হিমবাহ এনে দেব।
তুমি বৃষ্টিতে ভিজতে চেয়ে দেখো
আমি বর্ষা হয়ে তোমাকে ভাসাব।
তুমি একটি গোলাপ চেয়ে দেখো
আমি লক্ষ ফুল দিয়ে বাগান সাজাব।
তুমি একটি কবিতা চেয়ে দেখো
আমি বেদব্যাস হয়ে মহাকাব্য লিখব।
তুমি একদিন আমার প্রতিক্ষা করে দেখো
আমি হাজার বছর তোমার প্রতিক্ষায় থাকব।
তুমি একবার ভালো বেসে দেখো
আমি তোমাকে ভালবেসে ইতিহাস গড়ব।