ঘুড়িগুলো উড়ছে খোলা আকাশে| এদিক, ওদিক, সেদিক | পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া , শতরঞ্জ - সবাই ভাবে আহা কি আনন্দ, কি আনন্দ | হাওয়ার ভরে যেদিকে দুচোখ যায় দি ' পাড়ি , কখনও দুই সখী গলাগলি, কখনও কথা বলব না , আড়ি | কখনও সবাইকে ছাড়িয়ে উঁচু নীলে চিল বাজের সঙ্গে টক্কর কখনও তিনতলার সবুজ জানলার কানাচ বাঁচিয়ে এই বুঝি পড় পড়| এই ঝড়ে সামাল সামাল, গা বাঁচিয়ে - আবার কখনও মাঞ্জা বেড়ে খেলতে থাকো ধার শানিয়ে | একেই বলে মুক্ত্ স্বাধীন জীবনযাপন |
লাটাই কিন্তু এসব কথায় কান দেয় না | চলছে চলুক ঘুড়িদের গণতন্ত্র উদযাপন | ও ঠিকই জানে কার সুতো জড়ানো কার আঙুলে, কোন কান টানলে কার মাথা উঠবে দুলে - হ্যাঁ বলালে হ্যাঁ, না বলালে না | শুধু সুতোটা যেন আড়াল থাকে, সেটা মনে রাখা চাই | ঘুড়ি ওড়ে নিজেকে খুব স্বাধীন ভেবে , মিটমিটিয়ে হাসে লাটাই|