মাথায় কিছু আসছে না

এই না বলে ফুড়ুৎ

মেঘলা শীতের গোমড়া আকাশ

শব্দ ঘুড়ছে ঘুরুক।

সুখী শব্দ দুঃখী শব্দ

গা জুড়াতে নামে

আমার বাড়ির চৌকাঠে পা

শব্দ যেন থামে।

উঁকি মারে ইতিউতি

বসতে যদি বলো

“ এসো শব্দ বসো শব্দ

কেমন আছেন ভালো?”

ঘর দুয়ারে নরম স্বরে

শ্রাবণধারার মত ।

স্বস্তি মন্ত্রে  শব্দ ঝড়ুক

জুড়িয়ে প্রাণের ক্ষত ।

লুকিয়ে রাখা দুঃখ দেব

টাকনা করে খাও ,

আমার কলম খরায় জ্বলে

বৃষ্টি এনে দাও।



বন্দনা মিত্র