শীতের দুপুর হাওয়ায় ওড়ে –
গোলাপী রঙ বারান্দাটি
বোগন ভিলার র স্কার্ফ জড়িয়ে
রাস্তা দেখে ঝুঁকিয়ে শরীর ।
উল্টোদিকে বাসস্ট্যান্ডে
ক্লাস পালিয়ে কিশোরী এক
মোবাইলে অধৈর্য চোখ ...
খুঁজছে কাকে এদিক ওদিক
একে একে বাস চলে যায় -
মেয়েটির ভ্রূ কুঞ্চন , রাগ হয় খুব ,
চটিতে পেরেক ঠোকায়,
ফুচকা কেনে ,চুরমুর খায়।
শীতের দুপুর হাওয়ায় ওড়ে, উড়তে থাকে।
ধুলো মাখা অশত্থ গাছ, একলা শালিখ –
খয়েরি ডানায় ঘষে নেয় রোদের মলম।
একটি শালিখ দুঃখ বাহন?
ও সব তো গল্প কথা,
পৃথিবী ভালোই আছে,
মেয়েটির কপাল জুড়ে সূর্য ওঠে
আশ্চর্য সেই সংবাদ
হোয়াটস অ্যাপের সবুজ ভাঁজে
হঠাত এসে আছড়ে পড়ে।
বাস থামে স্লো মোশনে
ছেলেটি ভিড় সরিয়ে সামনে এগোয়
বাস স্টপে নামবে বলে।