লাল মানে কৃষ্ণচূড়া , শিমূল পলাশ – প্রকৃতির ঋতুস্নান।
অথবা খোয়াই মাটি বাউলের গান
মৌ ফুলে মাতাল দুচোখ।  
লাল মানে সূর্যোদয় , টাইগার হিল ,
পুরীর সমুদ্র তীর , শৌখিন ট্যুরিস্ট –
সানসেট পয়েন্ট , ভেঙে পড়া লোক।
লাল মানে বেনারসী, নতুন সিঁদুর
কুমকুম চুয়া মাখা কপালের মাটি ,
দুধ ঢালা আলতার বাটি
দেওয়ালের গায়ে আঁকা বসুধারা
নহবত সানাই এর সুর।
ইদানিং লাল মানে
রক্ত পাত, রক্ত লাল চোখ।
রক্ত মাখা শিশুদের জামা, মৃত লাশ।  
ছেঁড়া খোঁড়া ছড়ানো মানুষ,
লাল মানে খুনির উল্লাস।  



বন্দনা মিত্র