সিকিমের চা বাগানে ঈশ্বরের সঙ্গে দেখা।
তখন ভোর বেলা,
সারা রাত বৃষ্টির পর মোষের ঘাড়ের মত মেঘ ফুঁড়ে
লালচে সোনালী রোদ বেড়িয়েছে,
ছোট ছোট ঝোপবাঁধা চা গাছ কামরাঙা রঙ মেখে
কেমন বিছানো আছে, শতরঞ্জের আদলে।
কেউ কোথাও নেই, পাতা পড়লে শব্দ হয়,
ভেজা মাটির অপরূপ সুগন্ধ ছড়িয়ে পড়ছে ধূনোর মত।।
তখন ঈশ্বর এসে দাঁড়িয়ে ছিলেন বাগান জুড়ে ,
তাঁর অপার্থিব জ্যোতির্ময় রূপে।
স্বভাবতই আমাদের বিশাল গাড়িটা
কর্কশ হর্ণ দিয়ে ব্রেক চাপল সামনে ,
আমরা দ্রুত তুলে নিলাম যে যার ক্যামেরা আর মোবাইল
তাঁর সঙ্গে সেলফি তুলে ফেস বুকে আপলোড করবো ।
বোতামে চাপ দিয়ে দেখি, কোথায় কি,
শুকনো পাতায় আগুন জ্বেলে হাত সেঁকছে
তিন কাল গিয়ে এককালে ঠেকা এক অন্ধ বুড়ো,
গায়ে জড়ানো ছেঁড়া রেজাই
কিন্তু, ঈশ্বর সাক্ষী , এক মূহূর্ত আগেও আমরা ঈশ্বরকে দেখেছি।