যখন সবাই চুপ করে থাকে
কবিকে তো কথা বলতেই হয়!
নয়তো দেবী সরস্বতী পাপ দেন,
কলমের মীড়ে ঝমঝম মেঘমল্লার আলাপ আর আছড়ে পড়ে না ,
শব্দে আসে না বর্ষার মেঘভাঙা রোদের তীক্ষ্ণ ঔজ্বল্য
চোখে পড়ে না টুকি দেওয়া শৈশবের অমল অপাপ বিস্ময়
আসলে কবি তো ঈশ্বরের মতই সুন্দরের স্রষ্টা
তাই সময় এলে তাঁকে অপ্রিয় নির্মম সত্যবাক্য উচ্চারণ করতে হয়
নয়তো ভগবান পাপ দেন
কেড়ে নেন কবিতা লেখার কলম
বন্দনা মিত্র