কাল সারারাত মাতন করেছে তুমুল ঝঞ্ঝা
কাল সারারাত দামামা বেজেছে অন্তরীক্ষে
কাল সারারাত হাওয়ায় করুণ ভীমপলশ্রী
কাল সারারাত আসর বসেছে মেঘ গালিচায়।
কাল সারারাত পৃথিবী কেঁপেছে শৃঙ্গার সুখে
বহুদিন পরে খুশিতে সজল প্রবীণ অশথ
কাল সারারাত জানলার কাঁচে অকাল শ্রাবণ
নিমন্ত্রণের লেফাফায় লিখে আমার সাকিন
পাঠিয়েছে- হায় ভুলেছে সে এক জরুরী খবর
এখন আমার কবিতার সাথে নেই পরিচয়
বন্দনা মিত্র