মন্ত্রপাঠ থেমে গেছে মেঘের মন্দিরে
পুণ্যশ্লোক উচ্চারণে এখন সংশয়
তোমাকে বলার মত কথা খুঁজে
এযাবৎ দুঃখবোধ হয় ।
-আমিও আমার মত ভাল আছি
নিতান্তই একে ভাল থাকা বল যদি
বৃষ্টির জল ভাঙা কলকাতা পার হয়ে
এখন দেখি না আর অকারণ নিজস্ব নদী ।
একদিন ডেকেছিলে ছুটির নিমন্ত্রণ
এখন তুমি শুধু নিয়মিত পঁচিশে বৈশাখ -
এখন তুমি শুধু ধরাবাঁধা বাইশে শ্রাবণ ।
বন্দনা মিত্র