আমার দুর্গা ফ্লাইওভারের নীচে
খড়ির গন্ডী ঘর তোলে এক কোণে
আমার দুর্গা এসপ্ল্যানেডের মোড়ে
নোংরা আঙুলে খুচরো পয়সা গোণে।
আমার দুর্গা শপিং মলের কাঁচে
লোভী চোখ রেখে গিলে নেয় গোগ্রাসে
আমার দুর্গা ছোট্ট অপুকে কোলে
ভয় ভয় মুখে প্রতিমা দেখতে আসে।
আমার দুর্গা বৌদির দেওয়া ফ্রকে
ফুটফুটে হয়ে ঢেউ ছমছম পায়ে
আপন গন্ধে আপনি মুগ্ধ পারা
মুখ দেখে দেখে কাঁচভাঙা আয়নায়।
আমার দুর্গা মন্বন্তর ছুঁয়ে
দেখেছে ধারাল শকুনের বাঁকা ঠোঁট
আমার দুর্গা কান্না ছেড়েছে কবে
ত্রিনয়নে তার ধকধক করে ক্রোধ।
অনেক বছর কেটেছে বলিনি কিছু
এবার কিন্তু দেরি হয়ে যাবে বড়
যত দ্রত হয় দশপ্রহরণে সেজে
দক্ষিণ হাতে ত্রিশূল তোমার ধরো।
বন্দনা মিত্র