সূর্যের মুক্তি
পুবের আকাশটায়,
আলোর মুক্তি
দিনের সময়টায়,
ফুলের মুক্তি
ফুলদানির আশ্রয়ে,
প্রজাপতির মুক্তি
রঙীন পাখনাতে,
রাতের মুক্তি
অন্ধকারের গভীরতায়,
বাতাসের মুক্তি
গায়ের স্পর্শতে,
সবুজের মুক্তি
প্রকৃতির কোলটাতে,
পাখির মুক্তি
আকাশের দিগন্তে,
মেঘের মুক্তি
বর্ষার ধারাতে,
গ্রীষ্মের মুক্তি
রৌদ্রের তপ্ত শিখাতে,
শরতের মুক্তি
শিউলের সুবাসে,
হেমন্তের মুক্তি
ঝড়া পাতাতে,
শীতের মুক্তি
কুয়াশার প্রাতেঃ,
বসন্তের মুক্তি
রাঙা পলাশে,
গানের মুক্তি
গায়কের কন্ঠে,
সুরের মুক্তি বাদ্যযন্ত্রে,
          আর
আমার মুক্তি
মনের ভাবনা প্রকাশ করাতে।।