" ইংরাজি"
শব্দটা ধনী শব্দ।
সমাজের মানুষের ভান্ডারে
এর উপস্থিতি জানান দেয় তার ক্ষমতা;
বিদেশাগত এই শব্দ একদিকে যেমন
আমাদের সুবিধার জোঁয়ার এনেছিল,
অন্যদিকে তেমনি আমাদের সমাজে
নিজের স্থান পেতেছিল বহু অহংকারী হয়ে।
আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা;
তাই বলে নিজের সম্মান কে শিখরে
তোলার জন্য নিজের মায়ের ভাষাকে
দমিয়ে রেখে অন্যদেশের ভাষাকে
মাথায় করে নাচবো?
এর পক্ষপাতী আমি নই।
সমাজের বহু মানুষ নিজেকে বিদেশি
বানানোর জন্য এখন সন্তানদের
ইংরাজি মাধ্যমের ইস্কুলে ভর্তি করাচ্ছে।
নিজেদের জীবনরীতি সাজাচ্ছে বিদেশি আদপ-কায়দায়,আধুনিকের মালা গাথছে
ইংরাজির মাধ্যমে।
আমাদের বাংলা সংস্কৃতি বাংলা প্রকৃতি
সব কিছুর ভিতর প্রান আছে ;
মায়ের টান আছে ;
এই অহংকারী ইংরাজি কোনোদিনও
প্রান ভরাতে পারবে না মানুষের।
তাই আমার প্রান আজও বাংলার আছে থাকবে।
মিথ্যে উচ্চবাসনায় আমার মতি নেই ;
বাংলার শ্রীচরণে জানাই আমার প্রনাম।।