এই পৃথিবী,
এই সমাজ, এই মানুষ,
এই দিন-রাত,এই মুহুর্ত
এই প্রতিটি উপাদানই
নিজের কর্তব্য পালনে
অক্লান্ত শৃঙ্খলাবদ্ধ;
আমাদের জীবনটাকে
নানা ধাপে সাজাতে নানা
সামাজিকতায় নানা চাহিদায়
প্রতিটাক্ষন ব্যাতিব্যাস্ত।
কিন্তু এই জীবনটাকে কেউ
শুধায় না যে তার কি চাই?
কোনটা পছন্দ,তার ভালোলাগা,
মন্দলাগা,খুশি,দূঃখ,ইচ্ছা
এই কোনোকিছুর জিজ্ঞাস্য নেই;
বোবার মতো অবিরত দিবারাত্র
বয়ে চলেছে তার ওপর
আরোপিত ভারকে বহন করে;
একমাত্র সবশেষে যখন
এই ভারের প্রাচুর্য লইতে
না পেরে হার মেনে নেয়
নিজের কাছে, নিজের জীবনটাকে
একা করে দেয় সবার কাছ থেকে,
তখন সব মায়া ছিন্ন করে
একাকী মিশে যায় সে
মাটির পবিত্র কোলে
চীরনিদ্রার পুরীতে।।