বাংলা
আমার গাত্ররক্তে,
বাংলা
আমার হৃদমাঝারে,
বাংলা
আমার নমস্কার ভরা আপ্যায়নে,
বাংলা
আমার দুবাহু দ্বারা আলিঙ্গনে,
বাংলা
আমার জিভের আগায়,
বাংলা
আমার পেনের ডগায়,
বাংলা
আমার দুচোখের পাতায়,
বাংলা
আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে,
বাংলা
আমার পূবের ওই রাঙা সূর্যটায়,
বাংলা
আমার গোধুলির লজ্জাতে,
বাংলা
আমার রাতের স্নিগ্ধ চন্দ্রিমায়,
বাংলা
আমার গ্রীষ্মের আম-কাঁঠালে,
বাংলা
আমার বর্ষার নৃত্যতালে,
বাংলা
আমার শরতের নীলাকাশে,
বাংলা
আমার হেমন্তের একাকীত্বে,
বাংলা
আমার শীতের শুষ্ক দূপুরে,
বাংলা
আমার বসন্তের রাঙা পলাশে,
বাংলা
আমার মাটির ভারে,
বাংলা
আমার সবুজ কলাপাতাতে,
বাংলা
আমার মাঠ ভরা সোনার ফসলে,
বাংলা
আমার দীঘির টলটল জলে,
বাংলা
আমার আকাশছোঁয়া গিরিশৃঙ্গতে,
বাংলা
আমার বিহঙ্গের কুহুতানে,
বাংলা
আমার পুষ্পের মিষ্টি হাসিতে,
বাংলা
আমার সুঘ্রান ভরা নবান্নে,
বাংলা
আমার নতুন গুঁড়ের পায়েসে,
বাংলা
আমার সন্ধাবেলার উলু-শঙ্কের ধ্বনিতে,
বাংলা
আমার সুখ মাখানো ডাল-ভাতে,
বাংলা
আমার কাঁদা মাখা ফুটবলে,
বাংলা
আমার জাল ভরা মাছে,
বাংলা
আমার রবিঠাকুরের গীতবিতানে,
বাংলা
আমার বাবা-মায়ের স্নেহমমতাতে,
বাংলা
আমার ভাবনার পালকিতে,
বাংলা
আমার ভালোবাসায়।।