আমি
"ভাবনা"
আমার নেই কোনো
নির্দিষ্ট ঠিকানা।
তাই বলে যখন যে
স্থান আমি ফাঁকা পাই
সেটাকে আমার আস্তানা বানাই না।
এই জগতে হরেকরকম মানুষ আছে বঁটে;
প্রত্যেকের ছোট্টো একটা
হৃদয় আছে দেহ মাঝে,
জনে জনে সেই হৃদয়ের প্রানভ্রমরা
"মনপাখি" আছে বক্ষমাঝে;
সারা পৃথিবীতে একমাত্র এই
মনপাখির বাসাই আমার পছন্দের স্থল।
তবে আমি জন্মকাল থেকে খুব পাঁজি,
কারণ অন্যায় বশত যদিও অজানা
বাসায় অধিষ্ঠান করে ফেলি;
তবুও আমি তাকে আমার মায়াজালে ফাঁসাবোই।
তাই আমি আমার বাসা নির্বাচনের ব্যাপারে
ভীষন খুঁতখুঁতে।
বাঁছা বাঁছা কিছু মনপাখির বাসাতে
আমি অবস্থিত হই;
যেথায় আমার উপস্থিতি
আমার জন্ম কর্তব্যকে স্বার্থক করে;
সেথায় আমি ভাবনার জোঁয়ার
উঠিয়ে পবিত্র মনকে আমার
স্নিগ্ধ বারিতে স্নাত করাই অতি আবেগভরা আনন্দে।
কলমের ডগায় পাল তুলে
খুব সুন্দর করে ছন্দ যোগ করে
খাতার পাতায় লিপিবদ্ধ হই আমি
ভাবনা রূপিণী  মনের ভাষা-আত্ম ভাষা।।