আমি রয়েছি
অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে
মানব শরীরের মুল ভিত্তিতে;
আমি আবস্থান করি সবার
পায়ের নরম তলে।
আমার জন্ম হয়ছিল মানুষের
নিজেকে সভ্য করার আয়োজনে দরুন।
অতীতে আমার দেহ গঠিত হয়েছিল
কাষ্টের আভরনে;
ধীরে ধীরে কালের ধারা এগিয়ে আসার
উপলক্ষে আমার দেহ গঠন সুগঠিত হয়েছে;
অধুনা আমি বিভিন্ন কারখানা হতে
ঠাই পাই কাচে মোড়ানো দোকানে,
খুব একা লাগে নিজেকে এই দুনিয়াতে,
থেকেও যেন কেউ নেই আমার;
তারপর দোকানের বাক্সে বন্দিদশা
ঘুচিয়ে যখন আমি আশ্রয় পাই
মানব পদতলে;
তখন আমার প্রান প্রতিষ্টা হয়;
পায়ের নরম তলকে সবসময়
আগলে রাখি বাইরের আঘাত থেকে;
এভাবেই সারাজীবন আনন্দে-ভালবাসায়
ভরে থাকি আমি "জুতো" অভিধান নিয়ে।।