আষাঢ়ে দিনটা
আজ পঞ্জিকার পাতাতে
জানান দিচ্ছে এক বিশেষ তিথির;
আজ শুভ লগ্ন মানুষের জীবনের
বিশাল পরিবৃত এই যাত্রাপথের
মাঝে ঘনিয়ে আসা
নানা বাধা-বিপত্তি, নানা সমস্যা,
নানা বিপদের সুকঠিন দিন থেকে;
নিজের পরিবার সহ নিজের রক্ষার
দায়িত্ব পালনের তরে "মা দূর্গার"
আরেক রূপের অধিকারী"মা বিপত্তারীনি"
দেবীর শ্রীচরনে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য;
সকল বিপদের কালো ছায়াকে দেবী মা
লাল ডোড় বাধা দূর্বা দিয়ে আমাদের সুরক্ষা দেন।
আজ তাই এই শুভ দিনে পূজোর পরে
দেবী মায়ের আশীর্বাদ ভরা লাল তাগা
আমাদের মায়ের হাত দিয়ে নিজেদের অংগে ধারন করি;
মূর্তি হিসাবে আমরা সকলে দেবীর আরাধনা করলেও
আমাদের কাছে স্বয়ং আমাদের মা আমাদের জীবনের
নানা বিপদ-বাধা-বিপত্তি-সমস্যার একমাত্র রক্ষার্থী।
তাই আজ পৃথীবির সকল মা কে আমি জানাই
"আমার সশ্রদ্ধ প্রনাম"।।
"জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী"