এই বিশাল
সংসারের মাঝে
ছোট্টখাট্টো একটি বস্তু হলাম আমি,
সকল সময়ে আমি
মানুষের পরিধেয় বস্ত্রতে
ভালোভাবে ভাবে জড়িত থাকি
বস্ত্রের সৌন্দর্য বৃদ্ধির আনয়নে।
বাচ্চাদের পোশাকের গায়ে
জড়িয়ে থাকি এক অনন্য রূপ নিয়ে;
আবার স্কুলের পোশাকে জড়িয়ে থাকি
মহা আনন্দে খেলার সময়ে জামা ধরে টানাটানি
করতে গিয়ে আমার শোভা নষ্ট হয়ে গেলে;
ব্যাগে করে আমায় খুব যত্নে মায়ের কাছে নিয়ে আসে;
এই আধুনিক কালের কৈশোর জীবনে
আমার ব্যবহার দর আবার কিছুটা কমে যায়;
দিনকালের আবহাওয়াতে
আমি আসলে পিছিয়ে পড়ি আধুনিকত্বের
ছোঁয়া লাগাতে সবার পরিধেয় শার্ট আর অন্যান্য পোশাকে;
তবে যৌবনের শেষ পরিনতি
দাম্পত্য নামক জীবনে এক
বিশেষ স্থান আছে আমার;
ভালবাসার মানুষ দুটিকে কাছে আনার
এক দুষ্টুমিষ্টি কৌশল আছে আমার মস্তিকে;
আর শেষ বয়েসে প্রিয় মানুষটার একটা
মিষ্টি স্মৃতি হিসাবে থেকে যাই আমি ;
পাঞ্জাবীর "বোতাম" হিসাবে আলমারির
কোলে একটা বাক্সের মাঝে।
এইভাবেই আমি সারাটা জীবন
মানুষের পরিধেয় বস্ত্রের "বোতাম" হিসাবে
আনন্দের সাথে কাটিয়ে দিই।।