সুস্বাগতম
সবাইকে আজ
আমাদের ছুটির বারে,
সকাল হয়েছে তো অনেকক্ষণ;
তবে সবার সকাল একটু
দেরী করে হয় আজকের বারে,
সারা সপ্তাহধরে সময়কে
হাতের ঘড়িতে নিয়ে
আমাদের সবাইকে ছুটতে হয়
নানা কাজ নানা ব্যস্ততা নিয়ে ;
তাই তো ভগবান প্রতি সপ্তাহের
কাজের পর এই একটা দিন
আমাদের ছুটি দিয়েছেন,
তাই আজকের দিনটা একটু
আলস্যে ভরা আরাম করার দিন,
একটু বেলা করেই সবকাজ শুরু হয়।
দোকান থেকে কিনে আনা টিফিন
দিয়ে সকালের ব্রেকফাস্ট বাড়ির সবাই মিলে
মজা করে খওয়া হয় আজকের দিনে;
বেলা গড়াতেই বাড়িতে বাড়িতে
প্রেশার কুকারের সিটির ধুম পড়ে যায়;
দুপুরে জমিয়ে খাওয়া-দাওয়া
সারার পড়ে শেষপাতে আম
দিয়ে জমে যায় আজকের ভুরিভোজ;
আষাঢ়ের এই শূণ্যবুকে দূপুরের
একলা আকাশও নীলের রঙ গায়ে মেখে
চাইছে আমাদের সাথে ছুটির আমাজে ডুব দিতে।।