"ঠিক"
শব্দটার বিপরীত দিকটা
"ভুল"।
তাই নির্ভুল কোনোদিন ও
হতে পারে না এ জীবন,
"ঠিক-ভুল" এই দুই যুগলমূর্তির
খেলায় হার-জিত তো আছেই।
শত শত ঠিকের মধ্যে লুকিয়ে
থাকে খুব নিশ্চিত হয়ে ভুল;
আর ভুল না হলে ঠিকের প্রয়োজন কেন
হতে যাবে এই জগতে?
এই ঠিক-ভুলের মহা খেলায়
জীবন ও মিলিয়েছে তার কিছু ব্যাপ্তিকাল ;
জীবনের এই সূদুর পথে চলার সময়
ভুল হয়ে যায় অনেক কিছু;
ঠিকের সঠিক ঠিকানাটা খুঁজে পাওয়ার জন্য।
তাই ভুল আছে বলেই ঠিকের অস্তিত্ব আছে;
জীবনের নানা কলরবে, নানা অবকাশে,
নানা অবসাদে,নানা পরীক্ষাতে, নানা সুখের মাঝে
এই "ঠিক-ভুল" অতি আনন্দেতে যে যার নিজেদের
ভাগের স্থানে আসীন হয় সারা জীবনভর।।