"স্মৃতি"
স্মরন রাখার রীতি
বেচে থাকার জীবনটাতে
মনকে একটু একাকী
রেখে বিশ্রাম করতে
ব্যাঘাত হানে এই স্মৃতি
কি দরকার ছিল এই
জগতে স্মরনকে মনে
করে অতীতে ফেলে আসা
ছবিগুলোকে চোখের পাতায়
খুঁজে খুঁজে এনে ঠাই দেওয়া
হতে পারে মনকে ক্ষাণিক
সুখের জোয়ারে ভাসাবে বলে
স্মরন করে মানুষ পুরোনো
দিনগুলোর ছবিটাকে ;
হতে পারে কবির কলম
ছুটে চলছে খাতার পাতার
পথ ধরে স্মৃতির বিষাদ-মধুর
অদৃশ্য কথাতে ছন্দ লাগিয়ে;
হতে পারে একলা মানুষ
তার সবকিছু হারিয়ে আজ
এই বিরাট জগতে অনাথ
নামের তকমা থেকে বাচতে
স্মৃতিগুলোকে মনে আকড়ে
বাচার শক্তি-ইচ্ছেটুকু পায় সে;
এত সব কিছুর পরেও
"স্মৃতি" যখন ব্যাথা হয়ে
চোখের জল হয়ে গড়িয়ে পড়ে
তখন ক্ষনিককাল মনে হয়
"স্মৃতি" হলো এই জগতের মানুষের
অদেখা শত্রু যাকে পরাজিত করা
যায় না, যার থেকে পালানো যায় না।।