এই বিশ্বের বিশাল সংসারে
ছোট্টো একটি বস্তু হলাম আমি
ভগবানের অশেষ আশীর্বাদে
আমি মানুষের সেবায় নিয়োজিত
হতে পেরেছি খাদ্যের মাধ্যমে
শরীর-মনকে প্রফুল্ল রাখার
সুন্দর এক দ্বায়িত্ব পেয়েছি
আমি গঠিত হই একটি নিদিষ্ট
আকারে তবে আমার স্বাদের
অনেক বাহার আছে
নানা সুস্বাদু ও রঙীন খাদ্যপযোগী
উপাদানের সমস্টিযোগে আমি
প্রস্তুত হই কারখানাতে
তারপর এক এক কোম্পানির
নাম কাঁধে চাপিয়ে কাচের বয়মে
প্লাস্টিকের শিশিতে করে পরিবেশিত
হই বাজারের দোকানগুলোতে
এছাড়াও আমি অনেক দিনমজুরের
রুজিরুটির জোগান দিই
ট্রেনে-বাসে-ট্রামে-ময়দানে
আমায় নিয়ে কোলের ঝুলিতে
গ্রীষ্ম-শীত-বরষা সারাবছর হাকে
আমি সংসারের ছোটো থেকে বুড়ো
সবার মুখে হাসি ফোটাতে হাজির থাকি
ফ্রিজের এককোনে আনন্দের সাথে
স্কুলের টিফিন বক্সে আমি সবচেয়ে বেশি
মজা পাই যখন কচি কচি বাচ্চারা আমার দেখা
পেয়ে মহাউল্লাসে বলে লজেন্স কি মজা!
তাদের নরম গালে আমায় আদোরের সাথে স্থান দিয়ে
আমার জন্ম সার্থক করে।।