আজ
সাতসকাল থেকেই মেঘের পরদা
সারাআকাশ জুড়ে ছেয়ে আছে
চোখের পলোকে রবিকর লুকোচুরি খেলছে
আধার আলোর মেলা বসেছে
আকাশের এককোনে কালোমেঘের
পাহাড় জমেছে খুব করে
বাতাস দিকভ্রান্ত হয়েছে আজ
পরিবেশ আজ নতুন খেলায় মেতেছে
তাকে আজ আবার নতুনভাবে চিনবো
তার সব জারিজুরি ধরে ফেলবো আজ
কোন সেই সুপ্ত বাধনে সে বেধেছে আমারে
শুধুমাত্র তার সনে।।