"হাসি"
শব্দটা ঠোঁটের সাথে জরিত
এক মাধুর্যের অধিকারী
পৃথিবীর সব আনন্দ- সব খুশির
একমাত্র প্রকাশকের নাম "হাসি"
এই হাসির মাধ্যমে আমাদের
আনন্দের বহিঃপ্রকাশ হয় সবসময়
তবে প্রতিটি মানুষের মুখের হাসি
শুধুমাত্র তার ভিতরের খুশির বাহ্যিক
চিহ্ন হিসেবে প্রকাশিত হয় না
আমাদের মনের ভিতরে ঘটতে
থাকা অবিরত ভাবনা, চিন্তা,নানা ব্যস্ততা
সব কিছুকে ছাপিয়ে আমরা প্রতিনিয়ত
চেস্টা করি খুশিতে থাকার এবং আমাদের
চারপাশে থাকা মানুষগুলোকে ভালো রাখার
জীবনে নানা ব্যথা,নানা বিপর্যয় থাকলেও
শুধুমাত্র এই হাসির আশ্রয় তাকে
সমাজে সবার চোখের আড়ালে
চুপিসারে কাঁদতে দেবে।।