"মঞ্চ" মানে স্পট লাইটে
দাড়িয়ে সবার মনোযোগ কারা নয়
"মঞ্চ" মানে মাটি থেকে কয়েক ফুট
উঁচুতে দাঁড়িয়ে বিপরীতে থাকা
মানুষটার থেকে নিজেকে একটু
খানি উঁচু মনে করা নয়
"মঞ্চ" মানে ভালো কথা বলে
লোকের হাততালি কুড়ানো নয়
"মঞ্চ" মানে মাইক হাতে সেলফোনে
সেল্ফি তুলে এফবিতে পোস্ট করা নয়
"মঞ্চ" মানে নিজের ভাবনাকে সবার মাঝে
উদয় করে লোকের বাহবা পাওয়া নয়
আমার মতে,
"মঞ্চ" মানে এক পবিত্র নাম
এই ভুবনের সবরকম ব্যস্ততার মাঝে
নিজেকে পরিচয় দেওয়ার একমাত্র স্থান
"মঞ্চ" মানে বাঁশ বা কাঠের তৈরী জায়গা নয়
"মঞ্চ" মানে প্রত্যেকের জীবনের
এতটা জমির মধ্যে ছোট্টো এক চিলতে ফাকা স্থান
"মঞ্চ" মানে নিজেকে নতুন ভাবে চেনার নাম
"মঞ্চ" মানে সমাজে নিজের চেষ্টার দ্বারা অর্জিত সম্মান
"মঞ্চ" মানে সারাজীবনের ঠিক ভুল মাপার স্থান
"মঞ্চ" মানে ফুল বা বেলুনে সাজানো ঝকঝকে জগত নয়
"মঞ্চ" মানে জীবনের প্রতিটি সময়ে
রামধনু মাখানো রং এর মিশ্রন।।