ভোট
——
কী যে বলি দূর ছাই ! কেউ কিছু বলোনা
গোপন ব্যালট শীল,এ জীবনে হলোনা।
এই ধরো ভোটাভুটি,দেয় শীল গোপনে
তবু কেন বদনাম, যায়নারে মোচনে।
ভোটাভুটি লুকোচুরি , তবু হইচই
দোয়া নিতে পিষে মারে,করে দইদই।
ল্যাগবাই করে শুনি ,দেয় হাতে বকশিস
মাঝ রাতে কানে আসে বস্তীর ফিসফিস।
এ কী হাল ভোট তোর, কেন এত ছলনা
চপল বালিকা ভোট, তুমি কার ললনা ?