টিনএজার এক কোভিড নিয়ে
কী যে করি হায় !
দুইখান ডোজের পরও সে কি
দেহ ছেড়ে যায় ?

প্রথম ডোজটা নেওয়ার পরে
ভেবে ছিলাম শেষ
কোভিডের নেই বাবার মুরদ
ধরতে পারে কেশ।

তারপরও তার দাপট দেখে
হুকুম করে হু
দ্বিতীয় ডোজের টিকা নাকি
ছুঁ মন্তর ছুঁ ছুঁ।  

ছোকরা কোভিড ধমকে বলে
হু হয় শালা কার ?
লিখছে চিঠি বাঁচতে হলে
জলদি নে বোস্টার।