ভাললাগেনা সুখ অসুখের
জীবন গাড়ি টানতে
লিখছো চিঠি নীলাভ খামে
কেমন আছি জানতে।
ভালবাসার পিঠে চড়ে
সন্দেহ যেই ঢুকে পড়ে
যে রাঁধে সে পারেনা চুল
আপন হাতে বান্ধতে।
এই আমি সেই আমি আছি
ভালো থাকা দুধের মাছি
পারবিনাতো এই কথাটি
হৃদয় থেকে মানতে।
কথায় চিড়া ভিজতো যদি
চোখের জলে বইতো নদী
ভাসতে দেখে তুমি আমায়
কূলে তুলে আনতে।
লিখছো চিঠি নীলাভ খামে
কেমন আছি জানতে।