আমাকে নিয়ে যতবার ভাবি ততবার ভাসে
অদৃশ্য মুখ, চোখে কাজল, গ্রামীন চেকের চকচকা শাড়ি।
শ্রাবণ শিশির পিচ্ছিল পথে দেখেছি পিছলে পা উল্টো রথ
জানিনা এ সত্যি না স্বপ্নের বাড়াবাড়ি।
আমাকে নিয়ে যতবার ভাবি ততবার ভাসে
প্রিয় নীড়, অবাঞ্চিত সময়, উত্তাল ঢেউয়ে পথহারা মাঝি।
শরতের নীল শীতল হাওয়ায় ছুটে চলা নাও
দিকভ্রান্ত পথ
ভাল্লাগেনা এক জীবনে এত স্বপ্নচারী।