ভাললাগেনা সুখ-অসুখের
জীবন তরী টানতে
এসএমএস-এ বার্তা দিছো
কেমন আছি জানতে৷
ভাল্লাগেনা-- ভাল্লাগেনা---
জীবন মানে-আর কিছু নয়
জীবন মানে যুদ্ধ
পুড়লে জীবন হয় কি খাঁটি
হয় কি বলো শুদ্ধ৷
ভাল্লাগেনা-- ভাল্লাগেনা---
চিকিৎসকে রোগ চেনেনা
চিনতে লাগে টেস্ট
রিপোর্ট পড়ে বলে তোমার
লাগবে শুধু রেস্ট৷
ফি-টা আমার গচ্ছা গেল-
টেস্টটা গেল ফাও
কাজ্জা লাগে চাইতে গেলে
টাকা ফেরৎ দাও৷
ভাল্লাগেনা-- ভাল্লাগেনা---
রোজ বিয়ানে ঝগড়া ঝাটি
রাতে হারাম ঘুম
উচিত কথায় বৌয়ের ঝাড়ি
সামলে চলি ছুম৷
কেউ মানেনা কারো কথা
আঁতেল ভরা দেশ
নীতির বালাই নেই কোথাও
যুদ্ধে জীবন শেষ৷
ভাল্লাগেনা-- ভাল্লাগেনা....