যখন মন ভাল নেই, কবিতা পড়ি
কোন নামি দামি লেখকের কবিতা কিংবা কবিতার বই নয়। অখ্যাত অবহেলিত আদিম কবির কবিতা
সে আমাকে সুখ দেয়, অনুপ্রাণিত করে
এক সময় প্রেরণা কষ্টের অক্ষরে অদৃশ্য ইঙ্গিতে
স্তুপিকৃত হয়। প্রসববেদনায় প্রসুত হয় নিবৃত জীবন আলেখ্য।
মাঝে মধ্যে কবিতা পড়ি বৃষ্টির ফোটায়
কাদামাখা মাটির উঠোনে
জানালার কার্নিশে লতাগুল্মের দক্ষ হাতে লেখা শৈল্পিক কবিতা। নদী ভাঙনের লেখা কবিতায় পড়ি বাস্তুহারাদের ব্যর্থ নিঃশ্বাস, ভাসমান প্রজন্ম, দ্বিতীয় বার ছেঁড়া নাড়ীর বন্ধন।
আমি কবিতা পড়ি মৃত্যুর। জীবনের পাঞ্জা
উদ্বীগ্ন অসহায় স্বজন,সাগরের নোনাজলে ঐশ্বরিক কবিতা।
প্রাণ নিয়েও কী প্রাণবন্ত কবিতা লেখে মৃত্যু
বৃষ্টির প্রতিশ্রুতিময় আল্পনা
হৃদয় ব্যবচ্ছেদ করা নদী ভাঙনের কবিতা
এবং আমিই একা এঁকে যাই কবিতার রূপরেখা
উৎস ভ্রান্তিতে শ্রান্তির সীমারেখা।