তোমরা- কি কেউ
দেখেছো——-তারে।
যে আমারে বলেছিল
ভালবাসি তোরে।  

শরৎ মেঘের শিশির খেলা
রাতের আঁধার ঘিরে
শিশির আসে শ্রাবণ এলে
সে আসেনা ফিরে।
তোমরা-কি কেউ
দেখেছো——-তারে।

হেমন্তে পাই ঘাসের ডগায়
মুক্তোদানায় ঘিরে
আজলাভরে মুখ ফিরায়ে
কুড়াই ধীরে ধীরে।

সে থাকে মোর যোজন দূরে
ভাঙা হৃদয় নীড়ে
পথ হারায়ে পাই কি তারে
ডাকলে নত শীরে।

তোমরা-কি কেউ
দেখেছো——-তারে।