তুমি এলেই পিছু আসে
হলদে পাতা প্রেম
তুমি বসন্ত
তুমি যৌবনের গান
তোমাতে প্রিয়াতে ঘুচিয়ে গিয়েছে
পৌরাণিক ব্যবধান।
তুমি এলে দোলা লাগে পত্র-পল্লবে
তুমি বসন্ত
তুমি প্রেমের উপাখ্যান
তোমার ছোঁয়ায় ফুলের পাঁপড়ি
দোয়েলের চিকন সুরে গান।
তুমি এলে কবিতা আসে
তুমি বইমেলার হৈহুল্লোড়
তোমাকে খুঁজে পাই প্রিয়ার চুলে
লাল টুকটুকে জবাফুলে
নতুন কুঁড়ির বিপ্লবে
পাতা ঝরা কাননে।
কীট পতঙ্গ খুঁজতে ব্যস্ত শালিকের পদচারণে
কড়কড় মরা পাতার শব্দে চকিত ফিরে দেখা
বসন্ত প্রেমিকের প্রতীক্ষার অবসান।
তুমি বসন্ত
তুমি জীবনের জয়গান
তুমি প্রেয়সীর আরাধ্য ভেলেন্টাইন।