তুমি—আসবেনা জানি তবু
খুলে রাখি দ্বার
আমি-না খুলে পারিনা তাই
খুলি প্রতিবার।
দিবসের আধাবেলা মন করে অবহেলা
রজনি নিশুঁতি হলে মন ঘড়ি দ্বার খুলে
নিরাশায় চোখে ভাসে-
শুধুই আঁধার।
আমি-না খুলে পারিনা তাই
খুলি প্রতিবার।
কত কথা মনেপড়ে, স্মৃতিরা প্রবাল গড়ে
বাতায়ন খুলে চাই,কিছু কি দেখিতে পাই
হতাশার নীলা জলে-
কাটিয়া সাঁতার।
আমি-না খুলে পারিনা তাই
খুলি প্রতিবার।
তুমি—আসবেনা জানি তবু
খুলে রাখি দ্বার।