তুমি আমার গল্পে আছো
বাস্তবে যার নেই বালাই
গানের মাঝে হলদে শাড়ি
ধরতে গেলে যাও পালাই।
দিনের সূরূজ আল্পনাতে
ছায়ায় আঁকে ছবি
আলো আঁধার লুকোচুরি
ভাবনাতে হই কবি।
তবু আমার গানের কথায়
বাজেনা যে সুর সাঁনাই।
সেই ছায়াই ধার নিয়ে তাই
বসে করি কল্পনা
হলফ করে বলছি তোমায়
একটুও তা গল্পনা।
তুমি আমার রাই কিশোরী
আমি তোমার শাম কানাই।
তুমি আমার গল্পে আছো
বাস্তবে যার নেই বালাই।
গানের মাঝে হলদে শাড়ি
ধরতে গেলে যাও পালাই।