তুমি আমায় উষ্ণ করো
নাহয় ব্যথা পশম করো
ওগো রোদ-
নাও তুলে এই অবরোধ।
তুমি আমায় শীতল করো
নাহয় ঝরো অনেক ঝরো
ওগো বৃষ্টি
দাও মুছে যত অনাসৃষ্টি।
তুমি আমায় আগলে ধরো
নাহয় ছাতায় ছায়া ধরো
ওগো শান্তি
নাও তুলে যত ভুলভ্রান্তি।
তুমি আমায় উদার করো
নাহয় অসীম বরণ করো
ওগো আকাশ
দাও মোরে শুধু অবকাশ।