তোমার নদে ঝাঁপ দিয়েছি
বাঁচার নেই উপায়
তোমায় ভাল বাসিগো বন্ধু
ভিড়াও কিনারায়........
ফুল ফুটিলে কেউ দেখেনা
গিয়ে গাছের কাছে
ফুলের সুভাষ দেয় বলে যে
গাছে ফুল ফুটেছে।
ফুটলোনা সে,ফুল কোনদিন
আমার আঙিনায়।
তোমায় ভাল বাসিগো বন্ধু
ভিড়াও কিনারায়........
ভালবাসার রূপ গরীমায়
জানিনা আর কে অসহায়
তোমার দেয়া দুঃখ আমার
রইলো পাহারায়।
তোমায় ভাল বাসিগো বন্ধু
ভিড়াও কিনারায়........