তোমার কান্দন তুমি কান্দো
আমার কাঁন্দন দেখোনা
ক্যামনে বুঝাই মনরে সখী
তুমি আমার আপনা ।
কাঁন্দলে আমি দিনে রাতে
যায় আসেনা তোমার তাতে
এ জীবনে সুখ হলোনা
করে তোমার সাধনা ।
ক্যামনে বুঝাই মনরে সখী
তুমি আমার আপনা ।
আমার বুকে আসন জুড়ে
দেখো তুমি বিশ্ব ঘুরে
সামনে বলো আমার আমার
বুঝিনা এই ছলনা।
ক্যামনে বুঝাই মনরে সখী
তুমি আমার আপনা ।
এমদাদুল হক কয়রে সখী
আর কতকাল দেবে ফাঁকি
যাবার বেলা দিলে দেখা
পুরবে মনের বাসনা।
ক্যামলে বুঝাই মনরে সখী
তুমি আমার আপনা ।