মনের কোনে আসা যাওয়া
হয়না দেখা- কথা কওয়া
তোমার কোনকালে
তবু আমায় রাখছো বেঁধে
তোমার ইন্দ্রজালে।
জেগে দেখি নিশীথ রাতে
ছাই ফেলেছো বাড়া ভাতে
তোমার খেলা তুমি খেল
আমার পোড়া ভালে।
তবু আমায় রাখছো বেঁধে
তোমার ইন্দ্রজালে।
তোমার নামে নালিশ দিতে
আসমান মাপি ছুঁড়ে ফিতে
ধরতে গেলে দাওনা ধরা
থাকো তোমার তালে
তবু আমায় রাখছো বেঁধে
তোমার ইন্দ্রজালে।