যখন একেলা থাকি সমুদ্রের তীরে। কিংবা
যখন কোজাগরি পূর্নিমা থাকে
আকাশটা ঘিরে।
শতাব্দীর লু-হাওয়ার ফিসফিসানী
জোসনার মিতালী-
প্রিয়তম !
ওগো-শোনছো?
তখনো-তোমাকেই মনে পড়ে।