অঘোর ঘুমে যখন রাতের প্রকৃতি
তখনো জেগে অথবা ওপাশ ফিরে যখন ঘুমের আবেশে হঠাৎ কানে বাজে- বাবা!
তোমাকে কেউ কল করছে।
কী মধুর আওয়াজ, কী মায়াবী কন্ঠস্বর
সে আমার মেহরাজ, বড় আদূরে আমার মা-হারা একমাত্র ছেলে, আমার প্রাণকুটুরী।
অজান্তেই প্রতুত্তোর করি-
না বাবা, ওটা কল নয়, ওটা এলার্ম। ফজর নামাজের আহ্বান।
ভাবি- এতটুকুন বয়সে কী সচেতনতা
পারিপার্শ্বিকতায় বোধসম্পন্ন
আমাকে ভাবায়, আমি হারিয়ে যাই আপসোসে, আমি হারিয়ে যাই বিধাতার কৃপার সমুদ্রে।
বড় হয়ে উঠছে আমার মানিক
তৈরী হচ্ছে আগামীর পৃথিবী মোকাবিলায়
আমার স্বস্তি আর শান্ত্বণার পরিধি বাড়ে
ব্যপ্তীর বর্ধনশীলতা আমাকে সাহস জোগায়
আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকবো
অথবা না থাকলেও মেহরাজ এগিয়ে যাবে
প্রকৃতির অফুরাণ শশ্রুষায়
আগামীর জন্য, টিকে থাকার জন্য
জীবন প্রস্তুতির মহড়ায়।
ভাবনার সাগরে তখনো আমার পালছেঁড়া নৌকো
গলুইয়ে বসে হতাশার চাদরে মোড়ে তীর দেখি-
আশার প্রদীপ জ্বেলে দমকা হাওয়ার অস্থিরতার নিভুনিভু সলতায়। আর-
স্রষ্টার অশেষ করূণায়।
তখনো কানে বাজে- বাবা কেউ তোমাকে কল করছে......