মহাকালের জমছে যেথায় জীবাষ্ম আর প্রাণের স্তুপ
সেথায় কি আর জ্বালায় কেহ ভক্তিভরে
সান্ধ্য ধুপ।
প্রাণের বিনাশ হয়না কভূ রূপান্তর নয়
পরিত্রাণ
মরার আগে না চিনলে তোর বৃথা খোঁজা
তার স্বরূপ।