মায়ের ভাষার মধুর বুলি
ক খ চ ছ আ
আধো বুলির প্রথম ছবক
সোনামূখে মা।
রক্ত দিয়ে লিখলো যখন
শহীদ স্বরলিপি
তাই দেখে মা জগৎ উঠে
তোমার নামে কাঁপি।
ভিন্ন ভাষায় তোমার বুলি
বলতে বলি না।
আধো বুলির প্রথম ছবক
সোনামূখে মা।
অ আ ক খ এর সূত্র ধরে
শপথ নিলাম এই
বাংলা মায়ের মান রাখিতে
শংকা দ্বিধা নেই।
সেই থেকে মা বিশ্বে তোমার
পড়লো প্রথম পা।
আধো বুলির প্রথম ছবক
সোনামূখে মা।