হাওয়ার বেষ্টনীতে মোদের
সুন্দর এ জগৎ
রাখেনি কার্পণ্য কোন
বিধাতা মহৎ।
সংখ্যা দিয়ে যায়না গোনা
গ্রহ উপগ্রহ
কে পারে ভাঙিতে বিধির
রহস্যের এই ব্যুহ।
শূণ্য মাঝে সবাই চলে
গতি নিয়ন্ত্রণে
মাড়ায়না কেউ কারো গতি
বিধির প্রজ্ঞাপনে।
সৃষ্টি অসীম শূণ্য অসীম
অসীম বিধির খেলা
মানবকূলের সাধ্য কি হয়
করবে অবহেলা।
তোমার মাঝে তুমি বিলীন
খুঁজে মরি বৃথা
তুমি ছাড়া আর কে আছে
সৃষ্টিকূলের ত্রেতা।