পারিবারিক বাঁধন দেখি ক্ষয়ীষ্ণু আজ সবখানে
কেউ জানেনা ভবিষ্যত আর শিথিলতার কি মানে৷
ডিজিট্যালে পদার্পণে হচ্ছে মানুষ এক ঘরে
যন্ত্র যেন নিচ্ছে টেনে স্নেহ প্রীতি সব ধরে৷
সম্প্রীতির এই ভাটির টানে যাচ্ছে ভেসে বিবেকবোধ
চললে এমন ক'দিন পরে গুনতে হবে চড়া সুদ৷
হয়তো মোরা কেউ রবোনা দেখবোনা সেই শুষ্ক দিন
স্বাধীনতায় ডুবে মানুষ যন্ত্রে হবে পরাধীন৷