দেশ বিদেশে যেথায় সেথায়
জঙ্গীদেরই আস্তানা
কে বুঝাবে আদর করে
জান্নাতের এ রাস্তানা।
বিপথগামী কারা ওরা
যাচ্ছে দিয়ে মদদরে
প্রতিভাবান ছেলেপুলের
করছে ধোলাই মগজরে।
মরার পরে কে যাবে কই
জানে শুধু রাব্বানায়
অসীমের এই সসীম খেলার
নেই সমাধান কল্পনায়।