দেখতে দেখতে আরেক বছর
যাচ্ছে চলে ঐ
নতুন বছর করতে বরণ
সর্বত্র হইচই।
দিনগুলো হায় কোথায় হারায়
মনে লাগে ঘোর
মহাকালের রথে চড়ে
যায় কি বহু দূর।
বছর হারায় দিবস হারায়
স্বপ্ন জেগে রয়
আবার জাগে এই পৃথিবী
ভাবনায় তন্ময়।
অনাদি এই সময় ঘোড়ার
ধাবমান এই রেস
থামবে যখন সবাই জানি
জীবন হলে শেষ।